ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ইসমাত আরার মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
ইসমাত আরার মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক ছবি: প্রতীকী

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের যশোর-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার (২১ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয় থেকে মন্ত্রীর শোক বার্তা পাঠান জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম।

ওই শোক বার্তায় মন্ত্রী ব্যক্তিগতভাবে ও অর্থ মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমার পরিবার-পরিজন, সন্তানসহ সবাইকে গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় অর্থমন্ত্রী আরও জানান, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ইসমাত আরা সাদেকের অবদান দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এমআইএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।