ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার কড়ইতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিবুল ইসলাম (২২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মহিবুল ওই উপজেলার বিষয়খালী গ্রামের তোতা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহিবুল তার নিজ গ্রামের পাশের এলাকা কড়ইতলায় বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মুসলিমা খাতুন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।