ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে জব্দ ২৬০০ কেজি জাটকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
বরিশালে জব্দ ২৬০০ কেজি জাটকা

বরিশাল: বরিশালে কোস্টগার্ডের অভিযানে দু’হাজার ছয়শ কেজি জাটকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় জব্দ করা এসব জাটকা জেলা মৎস কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা-এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

এর আগে কোস্টগার্ডের বরিশাল কন্টিনজেন্ট কমান্ডার এম শাহজামালের নেতৃত্বে সোমবার (২০ জানুয়ারি) দিনগত রাতে বরিশাল নগরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালের টোলপ্লাজায় চেকপোষ্ট বসানো হয়।

 

পরে সেখানে বেপারী পরিবহনের দু’টি ও অন্তরা পরিবহনের একটি যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে দু’হাজার ছয়শ কেজি (৬৫ মন) জাটকা জব্দ করা হয়।

এসব জাটকা পটুয়াখালীর গলাচিপা, দশমিনা ও কালাইয়া থেকে ঢাকায় পাচার করা হচ্ছিলো বলে জানিয়েছেন কন্টিনজেন্ট কমান্ডার এম শাহজামাল।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।