ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় ইয়াসিন মিয়া (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাজেদুল ইসলাম (২৭) নামে অপর এক আরোহী।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রহমতগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহফুজুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে মোটরসাইকেলে করে ঈশ্বরগঞ্জের দিকে আসছিলেন ওই দুই যুবক। পথে রহমতগঞ্জ এলাকায় এলে ময়মনসিংহগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ইয়াসিন মিয়াকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৪২১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
একে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।