ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় আগুনে পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
উখিয়ায় আগুনে পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় আগুনে পুড়ে গেছে প্রায় অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা পাতাবাড়ি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া দোকানের মধ্যে হার্ডওয়ার, ফার্নিসার, ফার্মেসি, মুদি, কম্পিউটার, মোবাইল, কসমেটিকস ও চায়ের দোকান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে আগুনের সূত্রপাত হলে দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় জনতা ও দমকল বাহিনী প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

ব্যবসায়ীদের ধারণা, চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।

হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের (ইউপি) মোহাম্মদ বাদশা বাংলানিউজকে জানান, মরিচ্যা পাতাবাড়ি বাজারে পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ মিলে প্রায় দেড় থেকে দু’শতাধিক দোকান-পাট রয়েছে। উত্তরদিকে রয়েছে প্রায় অর্ধশতাধিক দোকান। রাত সাড়ে ১২টার দিকে সোখানেই হঠাৎ আগুন লাগে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মনসুর বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডে বেশ কিছু দোকান পুড়ে গেছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
এসবি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।