ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাদক সেবনের দায়ে দুই স্বাস্থ্য সহকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
মাদক সেবনের দায়ে দুই স্বাস্থ্য সহকারী আটক

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক সেবনের সময় হাতে নাতে দুই স্বাস্থ্য সহকারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের সংকরটারি গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে স্বাস্থ্য সহকারী গোলাম রব্বানী মিরু (২৫) ও একই উপজেলার সারপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনসুর আলীর ছেলে কমিউনিটি ক্লিনিকের হেল্থ প্রোভাইডার নুরুজ্জামান স্বপন (৩০)।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সংকরটারী গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিল সেবন অবস্থায় হাতে নাতে মিরু ও স্বপনকে আটক করে পুলিশ। পরে তাদের শরীর তল্লাশি চালিয়ে অর্ধেক পরিমাণের দুই বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।

পরে আটকদের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা ডোপ টেস্ট করে ফেনসিডিল সেবনের সত্যতা পেয়ে পুলিশকে সনদ দাখিল করেন।

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।