ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য

ঢাকা: আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গা সুরক্ষা দিতে হবে বলে জানিয়েছে যুক্তরাজ্য। আইসিজের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটি। 

যুক্তরাজ্যের এশিয়া-প্যাসিফিক বিভাগের পররাষ্ট্র উপমন্ত্রী হিদার হুইলার এক বিবৃতিতে রায়কে স্বাগত জানান।

হিদার হুইলার বলেন, আইসিজের এ রায় তদন্ত কমিশনের নৃশংসতার চিত্র ও সুপারিশগুলোর জবাবদিহিতার জন্য প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করি।

যদিও আমরা কমিশনের অনেক বিশ্লেষণের সঙ্গে একমত নই।

তিনি বলেন, আমরা মিয়ানমার সরকারকে কমিশনের সুপারিশ বাস্তবায়নের সঙ্গে সঙ্গে বাধ্যতামূলকভাবে আইন মেনে চলার জন্য উৎসাহিত করছি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নেদারল্যান্ডসের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত গাম্বিয়ার দায়ের করা মামলার রায় দিয়েছেন। রায়ে রোহিঙ্গাদের সুরক্ষা দেওয়ার জন্য মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০ 
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।