ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জালে ১০ মণ ওজনের শাপলাপাতা মাছ!

শফিকুল ইসলাম খোকন, উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
জালে ১০ মণ ওজনের শাপলাপাতা মাছ!

পাথরঘাটা (বরগুনা): সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদে জেলেদের জালে ধরা পড়লো ১০ মণ (৪০০ কেজি) ওজনের বিশাল শাপলাপাতা মাছ। 

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে পাথরঘাটায় অবস্থিত বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে এ মাছটি নিয়ে আসা হয়। এর আগে ভোরে বলেশ্বর নদের পদ্মা এলাকায় জেলেদের গোভ জালে ধরা পড়ে শাপলাপাতা মাছটি।



পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি বিক্রি হয়েছে ৬৩ হাজার টাকায়।

মাছটির ক্রেতা মো. শহিদ মোল্লা বাংলানিউজকে বলেন, মাছটি বিএফডিসি মৎস্য বাজারে নিয়ে এলে ৬৩ হাজার টাকায় কিনেছি। মাছটি এখন কেটে বিক্রি করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।