ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হরিরামপুরে ৫ মণ ভেজাল গুড় জব্দ-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
হরিরামপুরে ৫ মণ ভেজাল গুড় জব্দ-জরিমানা

মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুরে পৃথক অভিযানে পাঁচ মণ (২০০ কেজি) ভেজাল গুড় জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ভেজাল গুড় তৈরির কারখানার দু’জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোপিনাথপুর গ্রামের মজমপাড়ায় দুই বাড়িতে অভিযান পরিচালনা করেন অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- মজমপাড়ার বাসিন্দা হামেদ আলীর ছেলে বাচ্চু ও তার ভাই রজব আলী।

বাংলানিউজকে আসাদুজ্জামান রুমেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই উপজেলায় ভেজাল গুড় তৈরির দুইটি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অপদ্রব্য, চিনি ও পুরাতন মানহীন গুড় ব্যবহার করে (খেজুরের রস ছাড়াই) খেজুরের গুড় তৈরি করা পাঁচ মণ ভেজাল গুড় জব্দ করা হয়। এসময় ভেজাল গুড় তৈরির দায়ে বাচ্চু ও তার ভাই রজবকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে জব্দ করা ভেজাল গুড় বিনষ্ট করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।