ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আইএসও সনদ পেলো ভারতীয় ভিসা সেন্টার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
আইএসও সনদ পেলো ভারতীয় ভিসা সেন্টার

ঢাকা: আন্তর্জাতিকমানের সেবা নিশ্চিত করায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (আইএসও) সনদ লাভ করেছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।

শুক্রবার (২৪ জানুয়ারি) ঢাকা ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, ‘আমরা অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে, যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) মানসম্মত সেবা নিশ্চিত করায় আইএসও ৯০০১: ২০১৫ সনদ লাভ করেছে।

'

২০১৮ সালের ১৪ জুলাই যমুনা ফিউচার পার্কে সমন্বিত ভিসা সেন্টার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
টিআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।