ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুই বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
সিরাজগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুই বিক্রেতা আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ দুই বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে কড্ডার মোড় অটোরিকশা স্ট্যান্ডের সামনে এ অভিযান চালানো হয়।  

আটকরা হলেন- কক্সবাজার জেলা সদরের বিসিক দক্ষিণ মহুরীপাড়া এলাকার মৃত আবুল বশরের ছেলে রেজাউল করিম (২৪) ও পূর্ব গোনারপাড়া এলাকার মৃত কবির আহম্মেদের ছেলে খোরশেদ আলম (৩৫)।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল  হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কড্ডার মোড় অটোরিকশা স্ট্যান্ড সংলগ্ন মিয়া মার্কেটের পাশে কাজী অফিসের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।