ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশাল আইএইচটিতে ছাত্র নির্যাতনের ঘটনার তদন্তে কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
বরিশাল আইএইচটিতে ছাত্র নির্যাতনের ঘটনার তদন্তে কমিটি গঠন

বরিশাল: বরিশাল ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) বয়েজ হোস্টেলে গভীর রাতে মো. সালাহউদ্দিন নামের এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনগত রাত দেড়টায় এ ঘটনা ঘটে বলে জানায় হোস্টেলের অন্য শিক্ষার্থীরা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। একইসঙ্গে কমিটিকে তিন দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আহত মো. সালাউদ্দিন ডেন্টাল অনুষদের পুরনো প্রথম বর্ষে অধ্যয়নরত আছেন। তিনি হোস্টেলের ৪১৩ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী।  

শিক্ষার্থীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমন, দেবজিৎ, সৈকত, শীর্ষেন্দু ও মুকিতসহ বেশ ক’জন বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সালাউদ্দিনের কক্ষে যায়। এসময় বিনা কারণে বাকবিতণ্ডায় জড়িয়ে পরে তারা। একপর্যায়ে সালাউদ্দিন তার কক্ষের দরজা আটকে দিলে তার বিরোধীরা দরজা ভেঙে প্রায় এক ঘণ্টা ধরে তাকে মারধর করে।  

একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে সালাউদ্দিনকে গুরুত্র আহত অবস্থায় উদ্ধার করে শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করে।

ইন্সটিটিউটের অধ্যক্ষ সাইফুল ইসলাম জানান, আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। মারধরের শিকার ছাত্রকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি জানান, হোস্টেলের ডাইনিং দখল নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ের তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।