ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
বরিশালে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ

বরিশাল: মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাসহ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার লক্ষ্যে শোষণ, নির্যাতন, ঘুষ ও দুর্নীতি বন্ধের দাবিতে বরিশালে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।

শহীদ আসাদ ও গণঅভ্যুত্থান দিবসের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টায় নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

এসময় জোটের জেলা সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমরেড সাইদুর রহমান, অ্যাডভোকেট একে আজাদ, ডা. মনিষা চক্রবর্তী, অধ্যাপক জলিলুর রহমান, দেওয়ান আব্দুর রশিদ নিলু, অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম ও অধ্যাপক বিরেন রায়।

রক্তারা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাসহ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের লক্ষ্যে শোষণ, নির্যাতন, ঘুষ ও দুর্নীতি বন্ধের দাবি জানান।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।