ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাগ করে মায়ের শাড়িতেই গলায় ফাঁস, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
রাগ করে মায়ের শাড়িতেই গলায় ফাঁস, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কু‌ড়িগ্রাম: কু‌ড়িগ্রামের ফুলবাড়ী উপ‌জেলায় সিদ্ধার্থ চন্দ্র ভট্টাচার্য না‌মে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

শুক্রবার (২৪ জানুয়া‌রি) রাত ৯টার দিকে উপ‌জেলার নাওডাঙ্গা ইউ‌নিয়‌নের পূর্ব ফুলম‌তি গ্রা‌মের নিজ বা‌ড়ি থে‌কে ওই শিশুর মর‌দেহ‌ উদ্ধার ক‌রা হয়। সিদ্ধার্থ চন্দ্র গ্রামের কেষ্ট চন্দ্র ভট্টাচা‌র্যের ছে‌লে।

সিদ্ধার্থ বালাহাট আদর্শ স্কুল অ্যান্ড ক‌লে‌জের শিক্ষার্থী ছিল।  

‌নিহ‌তের প‌রিবা‌র ও পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, মা‌য়ের সঙ্গে অ‌ভিমান ক‌রে শুক্রবার সন্ধ্যায় নিজের ঘ‌রে মা‌য়ের শা‌ড়ি গলায় পেঁ‌চি‌য়ে ফাঁস নেয় সিদ্ধার্থ।

প‌রিবা‌রের লোকজন অ‌নেক ডাকাডা‌কির পরও কোনো সাড়া না পে‌য়ে ঘ‌রের দরজা ধাক্কা দিতে থাকে। এক পর্যায়ে দরজা খুলে গেলে ফাঁস নেওয়া অবস্থায় সিদ্ধার্থকে পাওয়া যায়। দ্রুত তাকে উদ্ধার ক‌রে বালারহাট বাজা‌রের পল্লিচি‌কিৎসক মহব্বত হো‌সেনের কা‌ছে নি‌য়ে গে‌লে চি‌কিৎসক শিশুটিকে মৃত ঘোষণা ক‌রেন। প‌রে খবর পে‌য়ে পু‌লিশ গি‌য়ে মরদেহ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে যায়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) রা‌জীব কুমার রায় বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ বাংলা‌নিউজ‌কে জানান, প্রাথ‌মিকভা‌বে ম‌নে হচ্ছে ওই শিক্ষার্থী আত্মহত্যা ক‌রে‌ছে। আমরা মর‌দেহ উদ্ধার করে শ‌নিবার (২৫ জানুয়ারি) ময়নাতদ‌ন্তের জন্য কু‌ড়িগ্রাম মর্গে পাঠি‌য়ে‌ছি।  

এ ঘটনায় শুক্রবার রাতেই থানায় এক‌টি অপমৃত্যু মামলা দায়ের হ‌য়ে‌ছে ব‌লে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এফইএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।