ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে অটোরিকশা খাদে পড়ে স্কুলছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
শাহজাদপুরে অটোরিকশা খাদে পড়ে স্কুলছাত্রী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে মদিনা খাতুন (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ শিশু।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার রতনকান্দি বাজারে ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মদিনা খাতুন উপজেলার মোয়াকোলা গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।

আহত মরিয়াম খাতুন (৪), শারমিন (৮), শাহনাজ (১৩), শাকিলা (১৫), সিয়াম (৩ ) ও আয়শাকে (১০) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর বাংলানিউজকে জানান, রাতে রতনকান্দি বাজার থেকে কয়েকজন শিশু ব্যাটারিচালিত অটোরিকায় করে উপজেলার মোয়াকোলা গ্রামে যাচ্ছিল। ভ্যানটি রতনকান্দি বাজার এলাকায় ব্রিজের উপর উঠার সময় উল্টে খাদে পড়ে যায়। এতে অটোরিকশায় থাকা মদিনা খাতুনসহ ছয় শিশু আহত হয়।  

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মদিনাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।