ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কাপ্তাই হ্রদে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
কাপ্তাই হ্রদে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

রাঙামাটি: রাঙামাটির বরকল উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে নিখোঁজ রিমেশ চাকমার (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে কলাবুনিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রিমেশ ৪ নম্বর ভূষণছড়া ইউনিয়নের মৃত স্বর্ণ কুমার চাকমার ছেলে।

তিনি একজন বাক-প্রতিবন্ধী ও মৃগী রোগী ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।

স্থানীয়রা জানান, সকালে রিমেশ চাকমা ও তার মা ঝরবি চাকমা কলাবুনিয়ায় বাজারে শাক-সবজি বিক্রি করতে যান। এরপর বাড়ি ফেরার উদ্দেশে কলাবুনিয়া বাজারঘাট থেকে ঝাক্কোবাজেই পাড়ায় নৌকায় পারাপারের সময় হঠাৎ নৌকা থেকে পানিতে পড়ে যান রিমেশ। পরে তার মায়ের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে পাওয়া যায়নি। পরে  কলাবুনিয়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।  

বরকল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রভাকর বড়ুয়া বাংলানিউজকে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।