ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যাচেষ্টার অভিযোগ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
ফেনীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যাচেষ্টার অভিযোগ 

ফেনী: ফেনীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে মামুন নামে এক সহকর্মীকে হত্যা চেষ্টা করেছে স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের আরেক শ্রমিক দেলোয়ার হোসেন ।

আশঙ্কাজনক অবস্থায় মামুনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে ফেনী- নোয়খালী সড়কের কাশিমপুরে কোম্পানির কারখানায় এ ঘটনা ঘটে।


 
পুলিশ জানায়, স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের কর্মচারী দেলেয়ার হোসেন কারখানার আরেক কর্মচারী মামুনকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দিলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে দেলায়ার নিজেই মামুনকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান।  

বাতাস দেওয়ার কথা স্বীকার করায় দোলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।
 
ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মদ মোশাররফ হোসেন বাংলানিউজকে জানান, মামুনের পায়ুপখে প্রেশার দিয়ে বাতাস দেওয়ার কারণে তার পেটের ভেতরের রেক্টম ছিঁড়ে গেছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে স্থানান্তর করেছি।  

মামুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।  

যোগাযোগ করা হলে স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন বলেন, এক শ্রমিক আহত হওয়ার বিষয়টি শুনেছি। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এসএইচডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।