ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘তিস্তা নিয়ে আলোচনায় বসতে আগ্রহী ভারত’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
‘তিস্তা নিয়ে আলোচনায় বসতে আগ্রহী ভারত’

বরিশাল: বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, তিস্তা নদী নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ভারত।

তিনি বলেন, তিস্তার পানি সুষম বন্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করে এ সমস্যার সমাধান করা হবে। উভয় দেশের মন্ত্রণালয় এ ব্যাপারে সক্রিয় রয়েছে।

অদূর ভবিষ্যতে ভারতের সঙ্গে এ ব্যাপারে বৈঠক করা হবে।  

শনিবার (২৫ জানুয়ারি) বরিশাল সদর উপজেলার পঞ্চগ্রাম সম্মিলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ তলা নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভারত বন্ধুপ্রতিম দেশ। তাদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। ভারতের পানিসম্পদ মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। ভবিষ্যতে এ সমস্যার সমাধানের ব্যাপারে আমরা আশাবাদী।  

এ সময় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।