ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার জেলা পরিষদ মোড়ে ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ (৪৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহর গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার ভাড়ইমারী জয়নগর এলাকায়।

তিনি একটি প্রাইভেট কোম্পানির কর্মী হিসেবে লালমনিরহাটে কর্মরত ছিলেন।

লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা চৌধুরী বাংলানিউজকে বলেন, বুড়িমারী থেকে রংপুরগামী পণ্যবোঝাই একটি ট্রাক জেলা পরিষদ মোড়ে ওই মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটি জব্দ করাসহ চালককে আটক করা হয়েছে।  

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।