ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে পিঠা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
জয়পুরহাটে পিঠা উৎসব

জয়পুরহাট: আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ‘এই শীতে জমবে মেলা, পিঠা উৎসব সারা বেলা’ স্লোগানে জয়পুরহাটের অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। 

শনিবার (২৫ জানুয়ারি) সকালে জেলা স্টেডিয়াম মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। যা চলে দুপুর পর্যন্ত।

পিঠা উৎসবে ১৪টি স্টলের মাধ্যমে স্থানীয় শাহীন ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের তৈরি করা বাহারি সব পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। উৎসবটি ঘিরে হাজারো দর্শনার্থীতে ভরে যায় স্টেডিয়াম মাঠ।  

উৎসবটিতে ভাজা কুলি, পঞ্চ বাহার, গোলাপ পিঠা, সেমাই পিঠা, কস্তুরী পিঠা, জামদানী পিঠা, কুটুম পিঠা, মিষ্টি বড়া, মিষ্টি পুলি, ভেজানো নকশীসহ অন্তত ৫০ রকমের পিঠা প্রদর্শণের আয়োজন ছিল।

শেষে স্কুলটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী, সেরা পিঠা তৈরির কারিগর ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জয়পুরহাট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সালাম কবীর।  

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদুল আলম লেবু, শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাছুদুল আমীন শাহীন, জয়পুরাট শাহীন ক্যাডেট স্কুলের পরিচালক ইকবাল হোসেন প্রমুখ।  

জয়পুরাট শাহীন ক্যাডেট স্কুলের পরিচালক ইকবাল হোসেন বাংলানিউজকে বলেন, আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতেই এ পিঠা উৎসবের আয়োজন করা। আগামীতেও এমন আয়োজন অব্যহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।