ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দুর্নীতি রোধে কাজ করছে সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
দুর্নীতি রোধে কাজ করছে সরকার

মেহেরপুর: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, কাজের বিলম্ব হলে সেখানেই দুর্নীতি হয়। তাই সরকারি কোনো কাজে আর যাতে বিলম্ব না হয়, তার জন্য নতুন নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুর্নীতি রোধে সরকারের জিরো টলারেন্স ছিল সরকারের নির্বাচনী ইশতেহার। তাই দুর্নীতি রোধে কাজ করছে বর্তমান সরকার।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক চত্বরে আয়োজিত ইনোভেশন খুলনা বিভাগীয় পর্যায়ে ‘ইনোভেশন শোকেসিং মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

ফরহাদ হোসেন আরও বলেন, মেলায় অংশ নেওয়া প্রতিটি জেলা তাদের নতুন নতুন উদ্ভাবনী উপস্থাপন করেছে, যাতে প্রতিটি জেলাই সে অনুযায়ী কাজ করতে পারে।

এরই মাধ্যমে আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ। আমাদের দেশ হবে বিশ্বের উন্নত দেশের মধ্যে একটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন নতুন লক্ষ্য নিয়ে দেশকে তৈরি করছেন।  

খুলান বিভাগীয় কমিশনার ড. মো. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জনপ্রশাসনের অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ হুমায়ন কবীর, সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) এসএম মোস্তফা কামাল, বাগেরহাটের ডিসি মামনুর রশিদ, খুলনার ডিসি মোহাম্মদ বেলাল হোসেন, মেহেরপুর পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলী, মেহেরপুরের ডিসি আতাউল গনি।

মেলায় খুলনা বিভাগের ১০টি জেলা তাদের নতুন উদ্ভাবনী উপস্থাপন করেন। আলোচনা সভা শেষে মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন প্রতিমন্ত্রী।

বিকেলের দিকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় খুলনা বিভাগীয় ইনোভেশন প্রোগ্রামের আওতায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগের বিভিন্ন জেলাসহ জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা গান পরিবেশন করেন।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।