ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার দিরাই মদনপুর সড়কের সুজানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী মুমিন (২৪) ও তারেশ দাস (৩২)।

পুলিশ জানায়, বিকেলে একটি মোটরসাইকেল দিরাইয়ের যাওয়ার পথে মদনপুর সড়কে সুজানগর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুমিন ও তারেশকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মুকুল মিয়া নামে একব্যক্তিও আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে পিকআপ চালক পলাতক রয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।