ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভিক্ষুকের কোলে নবজাতক রেখে পালিয়েছেন মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
ভিক্ষুকের কোলে নবজাতক রেখে পালিয়েছেন মা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় ২-৩দিন বয়সী এক শিশুকন্যাকে ভিক্ষুকের কোলে রেখে পালিয়ে গেছেন এক মা।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে নবজাতককে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিশু এখন সেখানে সুস্থ রয়েছে।

 

এর আগে, রাতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা শিশুটিকে উদ্ধার করেন।  

ঘটনার প্রত্যক্ষদর্শী ওই এলাকার ইসলাম ফার্মেসির মালিক আশরাফুল আলম মুকুল জানান, শুক্রবার রাত (২৪ জানুয়ারি) ৮টার দিকে কালো চাদর জড়ানো অল্পবয়সী অজ্ঞাতনামা এক তরুণী তার ফার্মেসির সামনে বসা এক নারী ভিক্ষুকের কাছে আসেন। পরে খাবার খেয়ে আসার কথা বলে ওই নারী ভিক্ষুকের কাছে দুই-তিন দিনের একটি নবজাতক রেখে চলে যান। দীর্ঘ সময় পরও ওই তরুণী ফিরে না আসায় নারী ভিক্ষুক বিষয়টি তাকে জানান। এরপর তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

এদিকে কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান বাংলানিউজকে জানান, রোববার (২৬ জানুয়ারি) আদালতের অনুমতি নিয়ে শিশুটিকে ঢাকার ছোটমণি নিবাসে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।