ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকার ভারতীয় হাইকমিশনে ৭১তম গণতন্ত্র দিবস উদযাপন

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
ঢাকার ভারতীয় হাইকমিশনে ৭১তম গণতন্ত্র দিবস উদযাপন

ঢাকা: ঢাকার ভারতীয় হাইকমিশন তাদের চ্যান্সেরি প্রাঙ্গণে উদযাপন করলো দেশটির ৭১তম গণতন্ত্র দিবস।

রোববার (২৬ জানুয়ারি) সকালে হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির সূচনা করেন।

পরে তিনি জাতির উদ্দেশে দেওয়া রাষ্ট্রপতির ভাষণ পাঠ করেন।

ভারত থেকে আগত ভারতীয় সেনাবাহিনীর মহার রেজিমেন্টাল ব্যান্ড অনুষ্ঠানে ভারতীয় জাতীয় সংগীত পরিবেশন করে।

ঢাকায় অবস্থানরত বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক গণতন্ত্র দিবস উদযাপনে যোগ দেন এবং তাদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তারা বৈচিত্র্যপূর্ণ ভারতের ঐতিহ্য তুলে ধরেন।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
এইচএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।