ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশ চেকপোস্টের সামনে হেলপারকে ছুরিকাঘাতে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
পুলিশ চেকপোস্টের সামনে হেলপারকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশ চেকপোস্টের সামনে একটি কাভার্ডভ্যানের হেলপারকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত সাগর ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার আব্দুল মান্নানের ছেলে।

শনিবার (২৫ জানুয়ারি) দিনগত রাতে মেঘনা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শরীফ আহমেদ বাংলানিউজকে জানান, হত্যাকারীদের আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।