ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আফতাবনগরে মানবপাচার চক্রের সন্ধান, আটক ১৩ রোহিঙ্গা নারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
আফতাবনগরে মানবপাচার চক্রের সন্ধান, আটক ১৩ রোহিঙ্গা নারী র‌্যাবের অভিযান।

ঢাকা: রাজধানীর আফতাবনগর এলাকায় মানব পাচারকারী একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। এ সময় ১৩ রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে এ অভিযান চালানোর কথা জানান র‌্যাব-৩ এর অপারেশন কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফাইজুল ইসলাম।

তিনি জানান, মানবপাচারকারী একটি চক্রের সন্ধান পেয়ে আফতাবনগরে দুই নম্বর রোডের ৪০ নম্বর বাসায় অভিযান চালানো হচ্ছে।

ওই বাসা থেকে বিদেশে পাচারের অপেক্ষায় থাকা ১৩ জন রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী র‌্যাবের এ অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।