ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে নির্মাণাধীন দেয়াল ধসে শিশুসহ ২ জন নিহত

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
কেরানীগঞ্জে নির্মাণাধীন দেয়াল ধসে শিশুসহ ২ জন নিহত

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে নির্মাণাধীন দেয়াল ধসে শিশুসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ রাজমিস্ত্রী। 

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন গোপপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজমিস্ত্রী বাবু (২৩) ও শিশু মো. রহিম (৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপপাড় এলাকায় সকাল থেকে দেয়াল নির্মাণের কাজ করছিলেন রাজমিস্ত্রীরা। এসময় হঠাৎ করে দেয়ালটি ধসে পড়লে চাপা পড়েন শিশুসহ বেশ কয়েকজন রাজমিস্ত্রি। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করলে শিশুসহ দুই জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি আরও দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক কে এম সাইদুজ্জামান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।