ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর বিহারী ক্যাম্প এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ফয়সাল (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে তিনি ভবন থেকে পড়ে যান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

মৃত ফয়সালের চাচাতো ভাই সেলিম জানান, তাদের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায়। বর্তমানে তিনি নির্মাণাধীন ওই ভবনে থাকতেন।

সেলিম আরও জানান, তারা মোহাম্মদপুর বিহারী ক্যাম্প এলাকায় ১৬তলা নির্মাণাধীন ভবনের ১২ তলায় কাজ করছিলেন। দুপুরে ফয়সাল সিমেন্ট নিয়ে উপরে উঠার সময় ১২ তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫২৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
পিএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।