ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিশেষ শিশুদের প্রতিষ্ঠান ‘প্রয়াস’-এ লাবিব গ্রুপের অনুদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
বিশেষ শিশুদের প্রতিষ্ঠান ‘প্রয়াস’-এ লাবিব গ্রুপের অনুদান

ঢাকা: টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন ক্যান্টনমেন্টের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ শিশুদের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান প্রয়াস ঘাটাইল এরিয়া’র উন্নয়নে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করেছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী লাবিব গ্রুপ।

সোমবার (২৭ জানুয়ারি) প্রয়াসের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রয়াস ঘাটাইল এলাকায় আয়োজিত অনুষ্ঠানে এ অনুদান প্রদান করেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর সিআইপি।

অনুদানের চেক গ্রহণ করেন প্রয়াস সভাপতি কর্নেল জাহিদ হাসান। অনুদান প্রদান করায় শহীদ সালাউদ্দিন ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামী কৃতজ্ঞতা প্রকাশ করে লাবিব গ্রুপের চেয়ারম্যানকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।  

অনুষ্ঠানে লাবিব গ্রুপের ভাইস-চেয়ারম্যান সুলতানা জাহান বিশেষ শিশুদের সঙ্গে সময় কাটান ও ‘প্রয়াস’-এর শিক্ষার্থীদের সঙ্গে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
টিএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।