ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিমানের নতুন চেয়ারম্যান সাজ্জাদুল হাসান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
বিমানের নতুন চেয়ারম্যান সাজ্জাদুল হাসান সাজ্জাদুল হাসান।

ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন সরকার।

সোমবার (২৭ জানুয়ারি) তাকে এ পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।  

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিমান) মুহাম্মদ মোশাররফ হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, সাজ্জাদুল হাসানের নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীর স্থলাভিষিক্ত হলেন সরকারের সাবেক এ সিনিয়র সচিব।  

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
টিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।