ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাহুবলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
বাহুবলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জন  নিহত হয়েছেন। তারা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার নোয়াগাঁও গ্রামের আশরাফ আলীর ছেলে  আক্তার মিয়া (৪২) ও মণ্ডলকাপন গ্রামের আতিক উল্লার ছেলে আব্দুর রকিব (৩৫)।


 
স্থানীয়দের বরাত দিয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, ভোর রাতে অটোরিকশায় করে বাড়ি থেকে মহাসড়ক দিয়ে সিএনজি ফিলিং স্টেশনে যাচ্ছিলেন আক্তার মিয়া ও আব্দুর রকিব নামে দুই ব্যক্তি। পথে বাগানবাড়ি এলাকায় অজ্ঞাত কোনো গাড়ি চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে- মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই জনের মৃত্যু হয়।

তিনি আর জানান, মরদেহগুলো শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রয়েছে। ময়নাতদন্ত ছাড়াই তাদের দাফনের প্রস্তুতি চলছে।
 
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।