ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, কলেজছাত্র গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, কলেজছাত্র গ্রেফতার

রাজশাহী: বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাসেল হোসেন (২১) নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজশাহীর মোহনপুর উপজেলার শাহাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে মাদ্রাসাছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

গ্রেফতার রাসেল হোসেন একই গ্রামের মৃত নুরশেদ আলীর ছেলে। তাকেও মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

জানতে চাইলে রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বাংলানিউজকে জানান, এ ঘটনাটি আগে সংঘটিত হয়েছে। রাসেল হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে  সোমবার (২৭ জানুয়ারি) ওই ছাত্রীর বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মূল আসামি রাসেল হোসেনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।