ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য চার দিনের রিমান্ডে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য চার দিনের রিমান্ডে 

নাটোর: নাটোরে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মো. আরিফুল ইসলাম (৩৫) ও মো. রবিউল ইসলামকে (৩৮) জিজ্ঞাসাবাদের জন্য চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা কারাগার থেকে তাদের কঠোর নিরাপত্তায় নাটোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদের আদালতে হাজির করা হয়।  

এসময় তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-৫, নাটোর ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মামুদুল্লাহ তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে বিচারক চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আরিফুল ইসলাম জেলার বড়াইগ্রাম উপজেলার খর্দকাছাটিয়া এলাকার এবং রবিউল সদর উপজেলার ফারিদপুর আমহাটী এলাকায় বাসিন্দা।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মামুদুল্লাহ এতথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বাংলানিউজকে জানান, ২০১৯ সালের ৩১ অক্টোবর নাটোর সদর উপজেলার কৈগাড়ি কৃষ্ণপুর এলাকায় একটি পরিত্যক্ত বাসভবনে আনসারুল্লাহ বংলা টিমের গোপন বৈঠকের সময় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। সেসময় অন্য সদস্যরা পালিয়ে গেলেও আরিফুল ইসলাম ও রবিউল ইসলামকে আটক করা হয়।  

ঘটনার সময় তাদের কাছ থেকে দুইটি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়। এরপর থেকে আটক দুইজনই জেলা কারাগারে ছিলেন।

মামুদুল্লাহ বলেন, আটক দুইজনকে আজ দুপুরে নাটোর জেলা কারাগার থেকে আদালতে আনা হয়। আদালতে সাত দিন করে রিমান্ড আবেদন করা হলে বিচারক তাদের চার দিন করে মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়ার পর দুপুরেই দুইজনকে নাটোর র‌্যাব ক্যাম্পে নেওয়া হয়েছে।

নাটোর জেলার আরও অধিকতর গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্যই তাদের এ রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানান তিনি।     

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।