ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
বরিশালে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি

বরিশাল: পদবি পরিবর্তন ও বেতন স্কেল উন্নতকরণের দাবিতে বরিশালে ৪ ঘণ্টার কর্মবিরতি পালন করেছে বরিশাল জেলা প্রশাসনের কর্মচারীরা।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটির ডাকা কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জেলা প্রশাসন কার্যালয় চত্বরে এ কর্মবিরতি পালন করে আন্দোলকারীরা।

আন্দোলনকারীরা বলেন, তাদের দাবির পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভায় যেসব সুপারিশ করেছিল তা আজও বাস্তবায়ন হয়নি।

পরবর্তীতে ২০১৮ সালে মন্ত্রী পরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যেসব নির্দেশনা দেওয়া হয় তাও বাস্তবায়িত হয়নি।
তাদের দাবি মেনে না নেওয়া হলে পরবর্তীতে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন আন্দোলনকারীরা।

এদিকে, একই দাবিতে সারাদেশের ন্যায় ঝালকাঠিতেও অবস্থান ধর্মঘট পালন করেছেন কালেক্টরেট সহকারীরা।

জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে একযোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিসে কর্মরত কর্মচারীদের দাবি বাস্তবায়নে এ কর্মসূচি পালন করা হয়েছে।

এছাড়া কর্মসূচির মধ্যে আগামী ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি সকালে হাজিরা খাতায় স্বাক্ষর করে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতির কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কালেক্টরেট কর্মচারী সমিতির নেতারা।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।