ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লেবুখালী সেতুর নাম শহীদ আলাউদ্দিন করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
লেবুখালী সেতুর নাম শহীদ আলাউদ্দিন করার দাবি শহীদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। ছবি: বাংলানিউজ

বরিশাল: ৬৯’র গণ অভ্যুত্থানে বরিশালের রাজপথে তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের (ইপিআর) গুলিতে নিহত একে স্কুলের (আছমত আলী খান ইনস্টিটিউট) নবম শ্রেনীর ছাত্র শহীদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে নির্মিত লেবুখালী সেতুর নাম পরিবর্তন করে শহীদ আলাউদ্দিন সেতু করার দাবি করেছেন বক্তারা। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বরিশাল মহানগরের অশ্বিনী কুমার হলে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে বেলা ১১টায় অশ্বিনী কুমার হল চত্ত্বরে শহীদ আলাউদ্দিনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পেশাজীবী নেতারা।

শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট খান আলতাফ হোসেন ভুলুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রফেসর নজরুল হক নিলু, প্রফেসর মহসিন-উল-ইসলাম হাবুল, প্রফেসর আমিনুর রহমান খোকন, বরিশাল গণ ফোরামের সভাপতি অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, আসাদ পরিষদ বরিশালের সভাপতি ডা. মিজানুর রহমান, গনসংহতি আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক দেওয়ান আ. রশিদ নীলু, জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, একে স্কুলের প্রধান শিক্ষক এইচ, এম জসিম উদ্দিন, স্কুল সভাপতি অ্যাডভোকেট গোলাম মাসউদ বাবলু প্রমুখ।

লেবুখালী সেতুকে শহীদ আলাউদ্দিনের নামে নামকরণ ছাড়াও বক্তারা অনুষ্ঠানে একে স্কুলকে জাতীয়করণের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।