ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
না’গঞ্জে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ছনপাড়া এলাকার অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়।

সহকারী কমিশনার (ভুমি) মো. উজ্জল হোসেন জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কয়েক হাজার পরিবার অবৈধ লাইন সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করছে।

এমন সংবাদের ভিত্তিতে বিকেলে তিতাস গ্যাসের সহযোগিতায় চনপাড়া গ্রামের এহসান মাস্টারের বাড়ি থেকে কান্দাইল পর্যন্ত যাওয়া দেড় হাজার পরিবারের জন্য সংযোগ দেওয়া গ্যাস লাইনটি চনপাড়া থেকে বিচ্ছিন্ন করা দেওয়া হয়।

তিনি আরও জানান, ওই এলাকায় বাংলাদেশ ইকোনোমিক জোনের কাজ শুরু করার আগে সব প্রকার অবৈধ লাইন বিচ্ছিন্ন করা দেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে তিতাস গ্যাসের জোনাল ম্যানাজার নৃপেন দাস উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।