ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দুই কোটি টাকার মালামাল লুট, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
দুই কোটি টাকার মালামাল লুট, আটক ৩

ঢাকা: আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয়ে স্কয়ার ফার্মার দুই কোটি টাকা মূল্যের কাঁচামাল ডাকাতির ঘটনায় তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনগত রাতে ঢাকা ও রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বাংলানিউজকে জানান, আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের মালামাল লুটের ঘটনায় ডাকাত দলের মূলহোতাসহ তিনজনকে আটক করা হয়েছে।

এ সময় লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।