ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দায়িত্বপালনকালে লালমনিরহাটে জেলারের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
দায়িত্বপালনকালে লালমনিরহাটে জেলারের মৃত্যু

লালমনিরহাট: পেশাগত দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে লালমনিরহাট কারাগারের জেলার মাসুদুর রহমানের  (৫০) মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি  রাজিউন)।

বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

জেলার মাসুদুর রহমান ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বাসিন্দা। তিনি ২০১৬ সালের জুন মাস থেকে লালমনিরহাট কারাগারে জেলার পদে কর্মরত ছিলেন।  

লালমনিরহাট কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন জেলার মাসুদুর রহমান। চিকিৎসকের পরামর্শে কিছুটা সুস্থ হয়ে দায়িত্ব পালন করছিলেন। বুধবার বেলা ১১টার দিকে কারাগারে নিজস্ব অফিস কক্ষে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সহকর্মীরা তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

পরে মাসুদুর রহমানের মরদেহ লালমনিরহাট কারাগারে নেওয়া হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্যদের মাধ্যমে গ্রামের বাড়ি ময়মনসিংহে পাঠানো হবে বলেও জানান জেল সুপার কিশোর কুমার নাগ।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।