ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
সুনামগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুন হয়েছেন। 

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার মুরাদপুর গ্রামে হাওরের জমিতে খিরা ক্ষেতে কাজ করার সময় কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে।  

নিহত মো. চান মিয়া (৪৭) উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত বাছির উদ্দিনের ছেলে।

এ ঘটনায় চাচা মো. শফিক মিয়াকে আটক করেছে পুলিশ।  

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মুরাদপুর গ্রামের হাওরের জমিতে খিরা ক্ষেতে কাজ করার সময় খিরা সংগ্রহ নিয়ে চাচা ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচা মো. শফিক মিয়া রেগে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান চাঁন মিয়া।
 
খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং চাচা মো. শফিক মিয়াকে আটক করে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।