ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মরদেহ দেখতে ভিড় করেছেন স্থানীয়রা। ছবি: অনিক খান

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার শ্রীরামপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজন হলেন- গৌরীপুর উপজেলার উজান কাশিয়ার গ্রামের ছাহারা বানু (৬২), প্রতিবন্ধী লাল মিয়া (৫০), তার মা রাবেয়া খাতুন (৭৫) ও সুতিরপাড় গ্রামের অটোরিকশা চালক রফিকুল ইসলাম (৫৫)।

 

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন।

ইশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. জয়নাল আবেদিন বাংলানিউজকে জানান, হাসপাতালে নেওয়ার পরে রফিকুল, ছাহেরা ও রাবিয়া মারা যান।

আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ইশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার জয়নাল।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
একে/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।