ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ট্রলিচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
ফরিদপুরে ট্রলিচাপায় শিশুর মৃত্যু

ফরিদপুর: ফরিদপুর চিনিকলের আখবহনকারী ট্রলির নিচে চাপা পড়ে সিয়াম (০৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) মধুখালী উপজেলার ভাটিকান্দি মথুরাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটি ওই ভাটিকান্দি মথুরাপুর গ্রামের জিন্নাত শেখের ছেলে।

চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু জানান, রাজবাড়ী থেকে আখ বোঝাই একটি ট্রলি চিনিকলে ফিরছিল। তখন রাস্তার পাশে কয়েকটি শিশু খেলাধুলা করছিল। এক পর্যায়ে সিয়াম রাস্তা ওপর চলে আসলে আখ বোঝাই ওই ট্রলির নিয়ে চাপা পড়ে। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।