ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নাগেশ্বরীতে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
নাগেশ্বরীতে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হবিবর রহমান (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে আটক বৃদ্ধকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে ধর্ষণের ঘটনা ঘটলে রাতেই তাকে আটক করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়নে সাত বছরের এক শিশু বাড়ির পাশের উঠানে খেলা করছিলো। এ সময় বৃদ্ধ হবিবর রহমান তাকে ফুসলিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে মা এবং দাদীকে বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায় এবং অভিযুক্তকে আটক করে থানায় নেয়। রাতে শিশুটির দাদা বাদী হয়ে হবিবরকে আসামি করে কচাকাটা থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

নাগেশ্বরীর কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বাংলানিউজকে জানান, ঘটানাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করি এবং অভিযুক্তকে আটক করে রাতেই তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। বুধবার হাবিবুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল কর্মকর্তা আল আমিন মাসুদ বাংলানিউজকে জানান, শিশুটির শারীরিক অবস্থা অনেকটাই ভালো। শিশুটির ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।