ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ৭০ মণ জাটকাসহ আটক ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
বরিশালে ৭০ মণ জাটকাসহ আটক ৮ আটকরা কোস্টগার্ড হেফাজতে। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল সদর উপজেলা থেকে ৭০ মণ জাটকাবোঝাই আটটি অটোরিকশাসহ আটজনকে আটক করেছে কোস্টগার্ড। 

বুধবার (২৯ জানুয়ারি) সকালে মৎস্য বিভাগের সহায়তায় নগরের পলাশপুর ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, বরিশাল শহরের তালতলী থেকে আরোহন ও পরিবহন নিষিদ্ধ বিপুল পরিমাণ জাটকা নগরের পোর্ট রোড ইলিশ মোকামে পাচার হচ্ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সদস্যরা পলাশপুর ব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন আটটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৭০ মণ জাটকা জব্দ করা হয়। পাশাপাশি আটটি অটোরিকশাসহ আটজনকে আটক করা হয়।

পরে জব্দ করা জাটকাগুলো নগরের রসুলপুর এলাকায় কোস্টগার্ড কার্যালয় চত্বরে নিয়ে বিভিন্ন এতিমখানাসহ অসহায়-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত বাংলানিউজকে জানান, আটক আটজনকে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত আটজনকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।