ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুকুরের মুখ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করলো পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
কুকুরের মুখ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করলো পুলিশ

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশ থেকে একটি মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই আব্দুল খান বাংলানিউজকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, একটি কুকুর নবজাতকটি কামড়ে নিয়ে যাচ্ছিল। তা দেখে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নবজাতকের বয়স আনুমানিক একদিন হবে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, কেউ মৃত অবস্থায় নবজাতকটি ফেলে গেছে। বিস্তারিত তদন্তের জন্য শাহবাগ থানায় বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এজেডএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।