ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঋণের বোঝা বইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
ঋণের বোঝা বইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

যশোর: যশোরে চলন্ত ট্রেনের লাইনে মাথা দিয়ে সিরাজুল ইসলাম সিরাজ (৫০) নামের এক ঋণগ্রস্ত ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। 

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় যশোর শহরের খয়েরতলা এলাকার রেলক্রসিংয়ে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের নিচে কাটা পড়েন তিনি।

নিহত ব্যবসায়ী সিরাজুল ইসলাম যশোর শহরের মিশনপাড়া এলাকার বাসিন্দা।

যশোর রেলস্টেশন জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে আনা হয়। তার হাতে চিরকুট লেখা থাকায় ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে তদন্ত ছাড়া এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা নিশ্চিত করে বলা যাবে না।

নিহতের আত্মীয় ইমরান হোসেন পিংকু জানান, নিহতের হাতে ভাই, ভাইপো ও ছেলের মোবাইল নম্বরসহ একটি চিরকুট লেখা ছিল। মোবাইল নম্বর দিয়ে মৃত্যুর পর বাড়িতে খবর দেওয়ার জন্য চিরকুটে উল্লেখ করেছিলেন। তিনি একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন সময় ঋণ নিয়েছিলেন। এখন পাওনাদার টাকা চাওয়ায় তিনি অতিষ্ঠ হয়ে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন।

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
ইউজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।