ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক ইউপি সদস্যের গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
সাবেক ইউপি সদস্যের গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলায় দু’পক্ষের সংঘর্ষের সময় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের গুলিতে রনি শেখ নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার বনগ্রামের পূর্বপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। রনি ওই পাড়ার আনোয়ার শেখের ছেলে।

এ বছর তার বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো।

স্থানীয় সূত্রে জানা যায়, শেখ বংশের নতুন শেখকে ৪ থেকে ৫ দিন আগে মোল্লা বংশের রহিম ও ভুলু মোল্লা মারধর করেন। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে নতুন শেখ রহিম মোল্লাকে মারধর করলে দুই বংশের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তখন সাবেক ইউপি সদস্য আজিজুর শেখ গুলি ছোড়লে রনি ঘটনাস্থলেই মৃত্যু হয়।
 
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, এলাকায় আধিপত্য বিস্তার‌কে কেন্দ্র করে বনগ্রামে শেখ ও মোল্লা বংশের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে ওই দুই বংশের লোকজন বলাকইড় পূর্বপাড়া এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় করপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আজিজুর গুলি ছোড়লে রনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

অতিরিক্তি পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।