ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ঢাকা: রাজধানীর খিলক্ষেত এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। নিহত দুইব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে মরদেহ দুটি ঢামেক হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়। তবে নিহত দুইব্যক্তির নাম-পরিচয় কিছুই পাওয়া যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বাংলানিউজকে বলেন, খিলক্ষেতের পিংক সিটির কাছে একটা এনকাউন্টারের ঘটনা ঘটেছে। ওই ঘটনা-ই দুজনের মৃত্যু হয়। তবে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।  

এদিকে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিকুর রহমান জানান, সকালে সংবাদ পেয়ে কুর্মিটোলা হাসপাতাল থেকে দুইটি মৃতদেহ উদ্ধার করা হয়।  

পরে আইনি প্রক্রিয়া শেষে সুরতাহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এর চেয়ে বেশি জানেন না বলেও দাবি করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এজেডএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।