ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নানা আয়োজনে মাগুরায় সরস্বতী পূজা উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
নানা আয়োজনে মাগুরায় সরস্বতী পূজা উদযাপন

মাগুরা: নানা আয়োজনে মাগুরায় উদযাপন করা হয়েছে সরস্বতী পূজা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীরা শিক্ষা প্রতিষ্ঠান, মণ্ডপ ও মন্দিরে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাচ্ছেন তারা।

তবে এ বছর পূজার তিথি পড়েছে দুইদিন। পঞ্চমী তিথি শুরু হয়েছে বুধবার (২৯ জানুয়ারি) সকাল সোয়া ৯টায়।

বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটে শেষ হবে।  

পূজা দিতে আসা সরকারি বালক বিদ্যালয়ে শিক্ষক প্রদীপ মজুমদার বাংলানিউজকে বলেন, সারাদেশের মতো মাগুরায় উৎসব মুখর পরিবেশর মধ্যে দিয়ে সরস্বতী পূজা উদযাপন করা হচ্ছে। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে সকাল থেকে প্রণতি জানাচ্ছেন ভক্তরা। এ বছর প্রায় সাড়ে ৪৫০ মণ্ডপে সরস্বতী পূজা ‍হয়েছে। পূজা উপলক্ষে বাণী অর্চনা ও আলোচনা সভা সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ দেব্রত ঘোষ বাংলানিউজকে বলেন, পূজা উপলক্ষে আমাদের কলেজ পুষ্পাঞ্জলি অর্পণ, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় আরতি ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।