ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সম্পর্কিত সামগ্রী আর্কাইভে জমা দেওয়ার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
বঙ্গবন্ধু সম্পর্কিত সামগ্রী আর্কাইভে জমা দেওয়ার আহ্বান

ঢাকা: মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে সংরক্ষণ ও প্রচারের উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হেফাজতে থাকা বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও স্মৃতি বিজড়িত যে কোনো সামগ্রী জাতীয় আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তরে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।  

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এক প্রেসবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়।  

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কর্মপরিকল্পনায় শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম সংক্রান্ত একটি আর্কাইভ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়।

সে অনুযায়ী তার সঙ্গে সম্পর্কিত সামগ্রী সংগ্রহের লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এ উদ্যোগ গ্রহণ করেছে।

বিজ্ঞপ্তিতে জাতীয় আর্কাইভস অধ্যাদেশ ১৯৮৩ বিধানের আলোকে সরকারি নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম সম্পর্কিত দুর্লভ ছবি, অডিও-ভিডিও, পাণ্ডুলিপি, দলিল, পত্রিকা, চিঠি, হাতে লেখা বা প্রিন্টেড ডকুমেন্টস এবং বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত অন্য যে কোনো সামগ্রী জাতীয় আর্কাইভে সংরক্ষণ ও প্রচারের জন্য মহাপরিচালক, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর (মোবাইল: ০১৯১৩৩৮৪৮৯৫, ইমেইল: dg@nanl.gov.bd) বরাবর পাঠানোর জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
টিআর/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।