ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নিবিড় পর্যবেক্ষণে বড়পুকুরিয়া খনিতে আসা ৩ চীনা কর্মকর্তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
নিবিড় পর্যবেক্ষণে বড়পুকুরিয়া খনিতে আসা ৩ চীনা কর্মকর্তা

দিনাজপুর: সম্প্রতি চীন থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে আসা তিন চীনা কর্মকর্তাকে হাসপাতালের বিচ্ছিন্ন ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে ওই ৩ কর্মকর্তার পরিচয় পাওয়া যায়নি।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বাংলানিউজকে জানান, কয়েকদিন আগে চীন থেকে আসা ৩ চীনা কর্মকর্তাকে কয়লা খনির অভ্যন্তরের হাসপাতালে রাখা হয়েছে। সেখানকার চিকিৎসকরা তাদের চিকিৎসা দিচ্ছেন।

সংশ্লিষ্টরা বিষয়টি সিভিল সার্জন কার্যালয়ে অবগত করেছেন। প্রয়োজন হলে এখান থেকে চিকিৎসক পাঠানো হবে। তবে তাদের মধ্যে এখনও করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। করোনা ভাইরাস কারও শরীরে প্রবেশ করলে ১৪ দিনপর লক্ষণ বোঝা যায় তাই আগামী ১৪ দিন তাদের পর্যবেক্ষণে রাখা হবে। এরমধ্যে লক্ষণ দেখা দিলে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের।  

জানা যায়, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি/এক্সএমসির অধীনে চীনের প্রায় ৫ শতাধিক কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন। তবে তারা সম্পূর্ণ ঠিকাদারী প্রতিষ্ঠানের অধীনে হওয়ায় তাদের ছুটিসহ যাবতীয় বিষয়াদি দেখাশোনা করে ঠিকাদারী প্রতিষ্ঠান সিএমসি/এক্সএমসি।  

বড়পুকুরিয়া কয়লা খনির জনসংযোগ কর্মকর্তা ও উপ-মহাব্যবস্থাপক একেএম বদরুল আলম বাংলানিউজকে বলেন, এই খনিতে প্রায় ৫ শতাধিক চীনা কাজ করছেন। তবে তারা ছুটিতে গেলে বা ফেরত এলে খনি কর্তৃপক্ষকে অবগত করা হয় না। তাই বিষয়টি জানা নেই।  
 
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।